পরিচ্ছেদঃ
জামা'আতে সলাত আদায়ের ফাযীলাত
বুলুগুল মারাম : ৩৯৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৯৯
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ وَعَنْهُ قَالَ وَكَذَا لِلْبُخَارِيِّ: عَنْ أَبِي سَعِيدٍ، وَقَالَ: «دَرَجَةً»
আবূ সা'ঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
বুখারীতেও অনুরূপ হাদীস বর্ণিত । কিন্তু তাতে জুয-এর স্থলে দার্জাহ শব্দ আছে । [৪৪০]
[৪৪০] বুখারী ৬৪৬, আবূ দাঊদ ৫৬০, ইবনু মাজাহ ৭৮৮, আহমাদ ১১১২৯।