পরিচ্ছেদঃ
জামা'আতে সলাত আদায়ের ফাযীলাত
বুলুগুল মারাম : ৩৯৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৯৮
وَلَهُمَا عَنْ أَبِي هُرَيْرَةَ: «بِخَمْسٍ وَعِشْرِينَ جُزْءًا»
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
পঁচিশ গুণ অধিক সওয়াব রাখে।" [৪৩৯]
[৪৩৯] বুখারী ১৭৬, ৪৪৫, ৪৭৭, ৬৪৮, মুসলিম ৬৪৯, তিরমিযী ২১৫, ২১৬, নাসায়ী ৭৩১, ৮৩৭, আবূ দাঊদ ৪৬৯, ৪৭০, ইবনু মাজাহ ৭৮৬, ৭৮৭, আহমাদ ৮১৪৫, ৭৩৬৭, মুওয়াত্তা মালেক ২৯১, ৩৮২, দারেমী ১২৭৬