পরিচ্ছেদ ০৬.
বিচারকার্যের পদ্ধতি
বুলুগুল মারাম : ১৩৮৯
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩৮৯
وَلَهُ شَاهِدٌ عِنْدَ الحَاكِمِ مِنْ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এই হাদীসের সহ সহযোগী একটা হাদীস হাকিমে রয়েছে সহীহ সনদে। [১৪৯৭]
[১৪৯৭] হাকিম ৪র্থ খন্ড ৮৯-৯৯ পৃষ্ঠা। হাদীসটি দুর্বল।