পরিচ্ছেদ ৩৮.
ঘোড়ার শক্তি ও সামর্থ্য অনুযায়ী ঘৌড়-দৌড়ের সীমানা নির্ধারণ
বুলুগুল মারাম : ১৩১৫
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩১৫
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - سَبَّقَ بَيْنَ الْخَيْلِ، وَفَضَّلَ الْقُرَّحَ فِي الْغَايَةِ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা করিয়েছেন, তিনি এতে পূর্ণ বয়সের ঘোড়া যা দীর্ঘ পথ অতিক্রমে সক্ষম, সে গুলোকে প্রাধান্য দিয়েছেন। -ইবনু হিব্বান হাদীসটিকে সহীহ বলেছেন। [১৪২২]
[১৪২২] (আরবী) শব্দটি (আরবী) এর বহুবচন। যে ঘোড়া পঞ্চম বছরে প্রবিষ্ট হয়েছে তাকে (আরবী) বলা হয়। বুখারী ৪২১, ২৮৬৮ ২৮৬৯, ২৮৭০, ৭৩৩, মুসলিম ১৮৭০, আবু দাউদ ২৫৭৫, ২৫৭৬. তিরমিযী ১৬৯৯, নাসায়ী ৩৫৮৩, ৩৫৮৪, ইবনু মাজাহ ২৮৭৭ আহমাদ ৪৪৭৩, মালেক ১০১৭. দারেমী ২৪২৯।