পরিচ্ছেদ ৩৯.
কল্যাণের স্বার্থে প্রতিযোগিতা বৈধ
বুলুগুল মারাম : ১৩১৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩১৬
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «لَا سَبَقَ إِلَّا فِي خُفٍّ، أَوْ نَصْلٍ، أَوْ حَافِرٍ» رَوَاهُ أَحْمَدُ وَالثَّلَاثَةُ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ উট, তীর ও ঘোড়া ছাড়া অন্য বস্তুতে প্রতিযোগিতা নেই। [১৪২৩]
[১৪২৩] আবু দাউদ ২৫৭৪, তিরমিযী ১৭০০।