পরিচ্ছেদ ০৪.
দাওয়াত দেওয়ার একদিন পর দাওয়াত কবুল করার বিধান
বুলুগুল মারাম : ১০৪৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৪৪
وَلَهُ شَاهِدٌ: عَنْ أَنَسٍ عِنْدَ ابْنِ مَاجَهْ (1).
ইবনু মাজাহতে আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
এ হাদীসের শাহেদ বা সমার্থক হাদীস বর্ণিত রয়েছে। [১১৪২]
[১১৪২] ইবনু মাজাহ ১৯১৫। ইবনু হাজার তাঁর আত্-তালখীসুল হাবীর ৩/১২২৭ গ্রন্থে বলেন, এর সনদ দুর্বল তবে এর শাহেদ হাদীস রয়েছে। ইমাম সনানী সুবুলুস সালাম ৩/২৪৮ গ্রন্থে বলেন, আবূ খালিদ আদ দালানী ব্যাতীত এর সকল বর্ণনাকারী বিশ্বস্ত, কেননা সে বিতর্কিত। শাইখ আলবানী ইরওয়াউল গালীল ১৯৫১, যঈফ আবূ দাঊদ ৩৭৫৬, তাখরীজ মিশকাতুল মাসাবীহ ৩১৫৯ গ্রন্থত্রয়ে একে দুর্বল বলেছেন। তিনি তার আত তালীকাতুর রযীয়্যাহ ৩/১৪১ গ্রন্থে বলেন, এর সনদে ইয়াযীদ বিন আবদুর রহমান নামক বর্ণনাকারী হচ্ছে দুর্বল ও মুদাল্লিস। বিন বাযও তার হাশিয়া বুলুগুল মারাম ৬০২ গ্রন্থে উক্ত বর্ণনাকারী ছাড়া হাদীসটির সনদকে উত্তম বলেছেন।