পরিচ্ছেদ ০৫.
বিবাহের ওয়ালিমার ব্যাপারে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিক নির্দেশনা
বুলুগুল মারাম : ১০৪৫
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৪৫
وَعَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ قَالَتْ: أَوْلَمَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - عَلَى بَعْضِ نِسَائِهِ بِمُدَّيْنِ مِنْ شَعِير. أَخْرَجَهُ الْبُخَارِيُّ (1).
সাফিয়্যাহ বিনতে শাইবাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কোন সহধর্মিনীর বিবাহতে দু’ মুদ [১১৪৩] যব-এর খাবার ওয়ালিমাহ দিয়েছিলেন। [১১৪৪]
[১১৪৩] এক মুদে ৬২৫ গ্রাম, সুতরাং দু’মুদে ১২৫০ গ্রাম।[১১৪৪] বুখারীর অপর বর্ণনায় রয়েছে, (আরবি) অর্থাৎ হেলান দেয়া অবস্থায় আমি খাবার খাই না। বুখারি ৫১৭২।