১৮৩. অনুচ্ছেদঃ
কুনূত ছেড়ে দেয়া
জামে' আত-তিরমিজি : ৪০৩
জামে' আত-তিরমিজিহাদিস নম্বর ৪০৩
حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ بِمَعْنَاهُ .
আবূ মালিক আল-আশজাঈ হতে বর্ণিতঃ
সালিহ ইবনু আব্দুল্লাহ আবূ ‘আওয়ানার সূত্রে আবূ মালিক আল-আশজাঈ হতে উপরিউক্ত সনদে হাদীসটি ঐরূপ অর্থেই বর্ণনা করেছেন।