অনুচ্ছেদ-৭২
হাতের আঙ্গুলে গুনে গুনে তাসবীহ পাঠ করা
জামে' আত-তিরমিজি : ৩৪৮৮
জামে' আত-তিরমিজিহাদিস নম্বর ৩৪৮৮
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، فِي قَوْلِهِ : ( ربَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً ) قَالَ فِي الدُّنْيَا الْعِلْمَ وَالْعِبَادَةَ وَفِي الآخِرَةِ الْجَنَّةَ .
হাসান (রহঃ) হতে বর্ণিতঃ
“রাব্বানা আ-তিনা ফিদ্দুনইয়া হাসানাতাওঁ ওয়াফিল আ-খিরাতি হাসানাহ” এই আয়াতের ব্যাখ্যায় হাসান (রহঃ) বলেনঃ দুনিয়ার কল্যান হল জ্ঞান ও ইবাদাত, আখিরাতের কল্যাণ হল জান্নাত।হাসান লিগাইরিহীঃ তাফসীর ত্বাবারী (৪/২০৫)।
মুহাম্মাদ ইবনুল মুসান্না খালিদ ইবনুল হারিস হতে, তিনি হুমাইদ হতে, তিনি সাবিত হতে, তিনি আনাস (রাঃ) হতে এই সূত্রে উপরিউক্ত হাদিসের মতই বর্ণনা করেছেন।