অনুচ্ছেদ-২৬
রাতে ঘুম ভাঙ্গার সময় পাঠ করার দু’আ
জামে' আত-তিরমিজি : ৩৪১৫
জামে' আত-তিরমিজিহাদিস নম্বর ৩৪১৫
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا مَسْلَمَةُ بْنُ عَمْرٍو قَالَ كَانَ عُمَيْرُ بْنُ هَانِئٍ يُصَلِّي كُلَّ يَوْمٍ أَلْفَ سَجْدَةٍ وَيُسَبِّحُ مِائَةَ أَلْفِ تَسْبِيحَةٍ .
মাসলামা ইবনু আমর হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ উমাইর ইবনু হাণী প্রত্যেকদিন এক হাজার রাক'আত নামায আদায় করতেন এবং এক লক্ষবার তাসবীহ পাঠ করতেন। সনদ দুর্বল, বিচ্ছিন্ন।