১৪. অনুচ্ছেদঃ
রসুন রান্না করে খাওয়ার অনুমতি প্রসঙ্গে
জামে' আত-তিরমিজি : ১৮০৮
জামে' আত-তিরমিজিহাদিস নম্বর ১৮০৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَدُّويَهْ، حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ، وَالِدُ، وَكِيعٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شَرِيكِ بْنِ حَنْبَلٍ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ قَالَ نُهِيَ عَنْ أَكْلِ الثُّومِ، إِلاَّ مَطْبُوخًا .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসুন রান্না না করে (কাঁচা) খেতে নিষেধ করা হয়েছে। সহীহ্, ইরওয়া (২৫১২)