৯. অনুচ্ছেদঃ
আসরের নামায বিলম্বে আদায় করা
জামে' আত-তিরমিজি : ১৬৩
জামে' আত-তিরমিজিহাদিস নম্বর ১৬৩
وَحَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْبَصْرِيُّ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . وَهَذَا أَصَحُّ .
বিশর ইবনু মু’আয হতে বর্ণিতঃ
বিশর ইবনু মু’আয, ইসমাঈল ইবনু উলাইয়্যা হতে ইবনু জুরাইজের সূত্রে অনুরূপ বর্ণিত আছে।আর এই বর্ণনাটি অধিক সহীহ্।