পরিচ্ছেদঃ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সিলসিলা সহিহা : ৩৬
সিলসিলা সহিহাহাদিস নম্বর ৩৬
আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরাইরাহ (রাঃ) থেকে মারফূ সূত্রে বর্ণিত; সার্বোত্তম আমাল হলো তোমার ভাইয়ের সাথে তুমি প্রফুল্লচিত্তে সাক্ষাৎ করবে এবং তার ঋণ পরিশোধ করবে এবং তাকে রুটি (আহাৰ্যদ্রব্য) খাওয়াবে। (আস-সহীহাহ-১৪৯৪)হাদীসটি হাসান ।
শাইখ আলবানী (রহঃ) হাদীসটিকে হাসান ও বর্ণনাকারীদের ছিক্বাহ বলেছেন। সর্বশেষ তিনি হাদীসটিকে বিভিন্ন হাদীসের সাক্ষ্যের ভিত্তিতে গ্ৰহণ করেছেন।