পরিচ্ছেদঃ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সিলসিলা সহিহা : ৩৭
সিলসিলা সহিহাহাদিস নম্বর ৩৭
আব্দুল্লাহ ইবনু আমর হতে বর্ণিতঃ
আব্দুল্লাহ ইবনু আমর থেকে মারফূ সূত্রে বর্ণিত; সর্বোত্তম সাদাকা হল, পরস্পরের মাঝে সমঝোতা করা। (আস্-সহীহাহ-২৬৩৯)হাদিসটি হাসান লিগাইরিহী।
আল- মুন্তাখাব মিনাল মাসানিদ-২/৪৩; বায্যার- হা. ২০৫৯ প্রভৃতি। শাইখ আলবানী (রহঃ) লিখেছেন- তিনি প্রথমে হাদিসটি যঈফ হওয়া দেখে তা যঈফুল জামে‘তে (হাদীস নং ১০১২) আনেন। অতঃপর দেখেন হাফেয মুনযিরী (রহঃ) এটিকে হাসান লিগাইরিহী বলে উল্লেখ করেছেন। তখন তিনি এটি সহীহাতে সংযোজিত করেন।