পরিচ্ছেদঃ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সিলসিলা সহিহা : ৩৫
সিলসিলা সহিহাহাদিস নম্বর ৩৫
মুয়াজ ইবনু জাবাল হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাঁকে (প্রতিনিধি হিসেবে) এক গোত্রের প্রতি প্রেরণ করছিলেন। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমাকে উপদেশ দিন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন: সালামের প্রসার ঘটাবে এবং খাবার বিতরণ করবে (অর্থাৎ মানুষদের আহার করাবে) তোমার পরিবারের লোকদের ব্যাপারে যেমন লজ্জাপোষণ করা তদ্রূপ আল্লাহর ব্যাপারে লজ্জাপোষণ করবে। যখন কোন ত্রুটি কর তখন (তার বিনিময়ে) সৎ কাজ করবে। যতটুকু সম্ভব তোমার আচরণ উত্তম করবে। (আস-সহীহাহ-৩৫৫৯) হাদিসটি হাসান লিগাইরিহী।
ইবনু নাসর আল-মারুযীর ‘আল-ঈমান’ ১/৩২৬; বাযযার তাঁর ‘কাশফুল আসতারে’ হাদীস নং ২১৭২ ৷ আলবানী (রহঃ)-এর বিভিন্ন সানাদ সম্পর্কে অভিযোগের জবাব দিয়েছেন। তবে একই মর্মে কিছু ভিন্ন শব্দে বর্ণিত হাদীসকে তিনি যঈফও বলেছেন। (যঈফ জামে’ সগীর হা, ৯৯৩; আয-যঈফাহ হা. ২৭৩০)