পরিচ্ছেদঃ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সিলসিলা সহিহা : ৩৪
সিলসিলা সহিহাহাদিস নম্বর ৩৪
আব্বাস ইবনু জুলাইদ আল হাজরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন: আমি আব্দুল্লাহ ইবনু আমরকে বলতে শুনেছি যে, এক ব্যক্তি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে এসে বললঃ হে আল্লাহর রাসূল! আমরা খাদেমকে কতবার ক্ষমা করব? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) নীরব থাকলেন। অতঃপর লোকটি আবারো ঐ বাক্যটি পুনরাবৃত্তি করলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) চুপ থাকলেন। তৃতীয়বার যখন প্রশ্ন করা হল। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন: দৈনিক সত্তরবার তাকে ক্ষমা কর। (আস-সহীহাহ-৪৮৮) হাদীসটি হাসান।
আবু দাউদ হা. ৫১৬৪; আহমাদ- ২/৯০। আলবানী (রহঃ) বলেন, “এর সানাদ সহীহ।” ইমাম মুনযিরী (রহঃ) ‘আত্-তারাগীবের’ ৩/১৬৩-তে বলেন: আবূ ইয়ালা জাইয়্যেদ সানাদে বর্ণনা করেছেন। আর তিরমিযীও তা বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছি: “তিরমিযীতে উক্ত শব্দে হাদীসটি বর্ণিত হয়নি।”