পরিচ্ছেদঃ
ওযূর সুন্নাতসমূহ
মিশকাতে জয়িফ হাদিস : ৯৫
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৯৫
উবাই ইবনু কা’ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ওযূর জন্য একটি শয়তান রয়েছে, যাকে ‘ওলাহান’ বলা হয়। সুতরাং পানির কুমন্ত্রণা হতে সতর্ক থাকবে।তাহক্বীক্ব : নিতান্তই যঈফ।
যঈফ ইবনে মাজাহ হা/৪২১; যঈফ তিরমিযী হা/৫৭।