পরিচ্ছেদঃ
ওযূর সুন্নাতসমূহ
মিশকাতে জয়িফ হাদিস : ৯৪
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৯৪
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আবু উমামা (রাঃ) একদা রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ওযূর অবস্থা বর্ণনা করলেন। অতঃপর তিনি তাঁর দুই চোখের কোণা মাসহে করলেন এবং বললেন, দুই কান মাথারই অংশ।তাহক্বীক্ব : যঈফ।
যঈফ আবু দাউদ হা/১৩৪; উল্লেখ্য, দুই কান মাথার অন্তর্ভুক্ত এই অংশ সহীহ হাদীস দ্বারা সাব্যস্ত (সহীহ তিরমিযী হা/৩৭