পরিচ্ছেদঃ
ওযূর সুন্নাতসমূহ
মিশকাতে জয়িফ হাদিস : ৯৬
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৯৬
মু’আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে দেখেছি, যখন তিনি ওযূ করতেন, আপন কাপড়ের কিনারা দ্বারা নিজ মুখমণ্ডল মুছে নিতেন।তাহক্বীক্ব : যঈফ।
যঈফ তিরমিযী হা/৫৪; সিলসিলা যঈফাহ হা/৪১৮০, উল্লেখ্য যে, ওযূ অঙ্গ মাসাহ করার পক্ষে পৃথক সনদে সহীহ হাদীস বর্ণিত হয়েছে।