১৭/১৮.
স্ত্রীদের ব্যাপারে উপদেশ ।
আল লু'লু ওয়াল মারজান : ৯৩৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৩৫
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَوْلاَ بَنُو إِسْرَائِيلَ لَمْ يَخْنَزِ اللَّحْمُ، وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا
আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে একইভাবে বর্ণিত আছে। অর্থাৎ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বনী ইসরাঈল যদি না হত তবে গোশত দুর্গন্ধময় হতো না। আর যদি হাওয়া (‘আ.) না হতেন তাহলে কোন নারীই স্বামীর খিয়ানত করত না। (বুখারী পর্ব ৬০ : /১, হাঃ ৩৩৩০; মুসলিম ১৭/১৮, হাঃ ১৪৭০)