১৬/২১.
আযল এর বিধান ।
আল লু'লু ওয়াল মারজান : ৯১৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯১৫
حديث جَابِرٍ رضي الله عنه، قَالَ: كُنَّا نَعْزِلُ وَالْقُرْآنُ يَنْزِلُ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা ‘আযল করতাম, তখন কুরআন নাযিল হত। (বুখারী পর্ব ৬৭: /৯৬, হাঃ ৫২০৮; মুসলিম ১৬/২১, হাঃ ১৪৪০)।