১১/২২.
জানাযাহ্র তাকবীর সংক্রান্ত।
আল লু'লু ওয়াল মারজান : ৫৫৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৫৭
حديث جَابِرٍ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى أَصْحَمَةَ النَّجَاشِيِّ، فَكَبَّرَ أَرْبَعًا
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আসহামা নাজাশীর জানাযার সলাত আদায় করলেন, তাতে তিনি চার তাক্বীর দিলেন। ইয়াযীদ ইব্নু হারূন ও আবদুস্ সামাদ (রহ.) সালীম (রহ.) হতে ====== শব্দটি উল্লেখ করেন। (বুখারী পর্ব ২৩ : /৬৫ হাঃ ১৩৩৪, মুসলিম ১১/২২ হাঃ ৯৫২)