১১/১১.
জানাযার পিছনে নারীদের অনুগমন নিষিদ্ধ।
আল লু'লু ওয়াল মারজান : ৫৪৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৪৩
حديث أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: نُهينَا عَنِ اتِّبَاعِ الْجَنَائِزِ وَلَمْ يُعْزَمْ عَلَيْنَا
উম্মু ‘আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমাদেরকে জানাযার পশ্চাদানুগমণ করতে নিষেধ করা হয়েছে। তবে আমাদের উপর কড়াকড়ি আরোপ করা হয়নি। (বুখারী পর্ব ২৩ : /৩০ হাঃ ১২৭৮, মুসলিম ১১/১১ হাঃ ৯৩৮)