১/২৭.
আমার পর তোমরা একে অপরের গলা কেটে কুফরীতে ফিরে যেও না।
আল লু'লু ওয়াল মারজান : ৪৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৫
حديثُ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَيْلَكُمْ أَوْ وَيْحَكُمْ، لا تَرْجِعُوا بَعْدي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقابَ بَعْضٍ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ‘ওয়াইলাকুম’ (অমঙ্গল) ‘ওয়াইহাকুম’ ( ধ্বংস)! আমার পরে তোমরা আবার কাফির হয়ে যেয়ো না যাতে তোমরা একে অন্যের গর্দান মারবে। (বুখারী পর্ব ৭৮ : /৯৫ হাঃ ৬১৬৬,)