৫/৩৭.
ফাজ্র ও ‘আসরের সলাতের মর্যাদা এবং এ দু’ সলাতের প্রতি যত্নবান হওয়া।
আল লু'লু ওয়াল মারজান : ৩৬৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৬৯
حديث أبِي مُوسى، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ
আবূ বকর ইব্নু আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি দুই শীতের (ফাজর ও ‘আসরের) সলাত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। (বুখারী পর্ব ৯ : /২৬ হাঃ ৫৭৪, মুসলিম ৫/৩৭, হাঃ ৬৩৫)