৫/৩০.
যে ব্যক্তি কোন সলাতের এক রাক’আত পেল সে যেন সে সলাতই পেল।
আল লু'লু ওয়াল মারজান : ৩৫৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৫৩
حديث أَبِي هُرَيْرَة، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ أَدرَكَ رَكْعَةً مِنَ الصَّلاَةِ فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি কোনো সলাতের এক রাক’আত পায়, সে সলাত পেলো। (বুখারী পর্ব ৯ : /২৯ হাঃ ৫৮০, মুসলিম ৫/৩০, হাঃ ৬০৭)