৫/১৬.
খাবার উপস্থিত হলে সলাত অপছন্দনীয়।
আল লু'লু ওয়াল মারজান : ৩৩০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৩০
حديث ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا وُضِعَ عَشَاءُ أَحَدِكُمْ وَأُقِيمَت الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ، وَلاَ يَعْجَلْ حَتَّى يَفْرُغَ مِنْهُ
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যখন খাবার খেতে থাক, তখন সলাতের ইক্বামাত হয়ে গেলেও খাওয়া শেষ না করে তাড়াহুড়া করবে না। আবূ ‘আবদুল্লাহ্ (ইমাম বুখারী (রহঃ) বলেন, আমাকে ইব্রাহীম ইব্নু মুনযির (রহঃ) এ হাদীসটি ওয়াহ্ব ইব্নু উসমান (রহঃ) হতে বর্ণনা করেছেন এবং ওয়াহ্ব হলেন মাদীনাবাসী। (বুখারী পর্ব ১০ : /৪২ হাঃ ৬৭৪, মুসলিম ৫/১৬, হাঃ ৫৫৯)