৫/১১.
সলাতাবস্থায় কোমরে হাত রাখা মাকরূহ (অপছন্দনীয়)
আল লু'লু ওয়াল মারজান : ৩১৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩১৭
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: نُهِيَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, কোমরে হাত রেখে সলাত আদায় করতে লোকদের নিষেধ করা হয়েছে। (বুখারী পর্ব ২১ : /১৭ হাঃ ১২২০, মুসলিম ৫/১১, হাঃ ৫৪৫)