৪/৪৬.
সলাতের বৈশিষ্ট্য এবং যা দ্বারা সলাত আরম্ভ ও শেষ করা হয় তা একত্রিত করা হয়েছে।
আল লু'লু ওয়াল মারজান : ২৭৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৭৭
حديث عَبْدِ اللهِ بْنِ مَالِكِ بْنِ بحَيْنَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ
‘আবদুল্লাহ ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
হতে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন। এমনকি তাঁর বগলের শুভ্রতা দেখা যেতো। (বুখারী পর্ব ৮ : /২৭ হাঃ ৩৯০, মুসলিম ৪/৪৫, হাঃ ৪৯৫)