৪/৩৭.
ইমামদের প্রতি সলাত সংক্ষিপ্ত করতঃ পূর্ণ করার নির্দেশ দেয়া।
আল লু'লু ওয়াল মারজান : ২৬৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৬৯
حديث أَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوجِزُ الصَّلاَةَ وَيُكْمِلُهَا
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাত সংক্ষেপে এবং পূর্ণভাবে আদায় করতেন। (বুখারী পর্ব ১০ : /৬৪ হাঃ , মুসলিম ৪/৩৭ হাঃ ৪৬৯)