৪/৩৪.
যুহরের ও ‘আসরের সলাতে কিরাআত।
আল লু'লু ওয়াল মারজান : ২৬০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৬০
حديث أَبِي قَتَادَةَ، قَالَ: كَانَ النَبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنْ صَلاَةِ الظُّهْرِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ، يُطَوِّلُ فِي الأُولَى وَيُقَصِّرُ فِي الثَّانيَةِ، وَيُسْمِعُ الآيَة أَحْيانًا، وَكَانَ يَقْرَأُ فِي الْعصْرِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ، وَكَانَ يُطَوِّلُ فِي الأُولَى، وَكَانَ يُطَوِّلُ فِي الرَكْعَةِ الأُولَى مِنْ صَلاَةِ الصُّبْحِ وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ
আবূ কাতাদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ কাতাদাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহ্রের প্রথম দু’ রাক‘আতে সূরাহ ফাতিহার সাথে আরও দু’টি সূরাহ পাঠ করতেন। প্রথম রাক‘আতে দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাক‘আতে সংক্ষেপ করতেন। কখনো কোন আয়াত শুনিয়ে পড়তেন। আসরের সলাতেও তিনি সূরাহহ ফাতিহার সাথে অন্য দু’টি সূরাহ পড়তেন। প্রথম রাক‘আতে দীর্ঘ করতেন। ফাজরের প্রথম রাক‘আতেও তিনি দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাক‘আতে সংক্ষেপ করতেন। (বুখারী পর্ব ১৯ : /৯৬ হাঃ ৭৫৯, মুসলিম ৪/৩৪, হাঃ ৪৫১)