৩/২৪.
আগুনে রান্না করা খাবার খেলে পুনরায় উযূ করতে হবে না।
আল লু'লু ওয়াল মারজান : ২০২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২০২
حديث مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ عِنْدَهَا كَتِفًا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَّضَّأْ
উম্মুল মু’মিনীন মাইমূনাহ (রাঃ) হতে বর্ণিতঃ
উম্মুল মু’মিনীন মাইমূনাহ (রাঃ) হতে বর্ণিত। একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর নিকট (বকরীর) কাঁধের গোশত খেলেন, অতঃপর সলাত আদায় করলেন অথচ অযূ করলেন না। (বুখারী পর্ব ৪ : /৫১ হাঃ ২১০, মুসলিম ৩/২৪, হাঃ ৩৫৬)