৫৪/৭.
আল্লাহ তা‘আলার বাণীঃএ দু’টি প্রতিদ্বন্দ্বী দল (বিশ্বাসী ও অবিশ্বাসীরা) তাদের প্রভুর ব্যাপারে পরস্পর বিবাদে লিপ্ত হয়। (সূরা হাজ্জ ২২/১৯)
আল লু'লু ওয়াল মারজান : ১৯০৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৯০৬
حديث أَبِي ذَرٍّ عَنْ قَيْسٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ذَرٍّ يُقْسِمُ قَسَمًا، إِنَّ هذِهِ الآيَةَ (هذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ) نَزَلَتْ فِي الَّذِينَ بَرَزُوا يَوْمَ بَدْرٍ: حَمْزَةَ، وَعَلِيٍّ، وَعُبَيْدَةَ بْنِ الْحَارِث، وَعُتْبَةَ وَشَيْبَةَ ابْنَيْ رَبِيعَةَ، وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ
কায়স (রহ.) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, আমি আবূ যার (রাঃ)-কে কসম করে বলতে শুনেছি যে, “এরা দু’টি বিবদমান পক্ষ তারা তাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে” আয়াতটি বাদরের দিন পরস্পর যুদ্ধে লিপ্ত হামযাহ, ‘আলী, ‘উবাইদা ইবনুল হারিস, রাবী‘আর দু’ পুত্র উতবাহ ও শায়বাহ এবং ওয়ালীদ ইব্নু উতবাহর সম্বন্ধে অবতীর্ণ হয়েছে। (বুখারী পর্ব ৬৪ অধ্যায় ৮ হাদীস নং ৩৯৬৯; মুসলিম ৩০৩৩)