৩/১০.
ফরয গোসলে কী পরিমাণ পানি ব্যবহার করা মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ১৮৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৫
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তাঁর ভাই তাঁকে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর গোসল সম্পর্র্কে জিজ্ঞেস করলেন। তখন তিনি প্রায় এক সা‘আ এর সমপরিমাণ এক পাত্র আনালেন। তারপর তিনি গোসল করলেন এবং স্বীয় মাথার উপর পানি ঢাললেন। তখন আমাদের ও তাঁর মাঝে পর্দা ছিল। (বুখারী পর্ব ৫ : /৩ হাঃ ২৫১, মুসলিম ৩/১০, হাঃ ৩২০)