৩৯/৩৮.
গৃহে বসবাসকারী গিরগিটি মেরে ফেলাই শ্রেয়।
আল লু'লু ওয়াল মারজান : ১৪৪৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৪৩
حديث أُمِّ شَرِيكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهَا بِقَتْلِ الأَوْزَاغِ
সা‘ঈদ ইব্নু মুসাইয়্যাব (রহ.) হতে বর্ণিতঃ
উম্মু শারকি (রহ.) তাঁকে খবর দিয়েছেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে গিরগিটি বা রক্তচোষা জাতীয় টিকটিকি হত্যা করার নির্দেশ দিয়েছেন। (বুখারী পর্ব ৫৯ অধ্যায় ১৫ হাদীস নং ৩৩০৭; মুসলিম ৩৯/৩৮ হাঃ ২২৩৭)