৩৪/৮.
টিড্ডি বা ফড়িং খাওয়া বৈধ।
আল লু'লু ওয়াল মারজান : ১২৭৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৭৫
حديث ابْنِ أَبِي أَوْفَى، قَالَ: غَزَوْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَبْعَ غَزَوَاتٍ، أَوْ سِتًّا، كُنَّا نَأْكُلُ مَعَهُ الْجَرَادَ
ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমরা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সাতটি কিংবা ছয়টি যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা তাঁর সঙ্গে পঙ্গপাল খাই। (বুখারী পর্ব ৭২ অধ্যায় ১৩ হাদীস নং ৫৪৯৫; মুসলিম ৩৪/৮, হাঃ ১৯৫২)