২৪/৪.
উমরা (এমন দান যেখানে দানকারী ও দানগ্রহীতা পরস্পরের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবে যাতে তাদের একজন স্থায়ীভাবে বাড়িটির মালিক হয়ে যায়, উমরাকে রুকবাও বলা হয়) ।
আল লু'লু ওয়াল মারজান : ১০৫১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৫১
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: الْعُمْرَى جَائِزَةٌ
আবু হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘উমরা বৈধ। (বুখারী পর্ব ৫১ : /৩২, হাঃ ২৬২৬; মুসলিম ২৪/৪, হাঃ ১৬২৫, ১৬২৬)