২২/৩১.
রাস্তার পরিমাণ কত হবে যখন এতে মতানৈক্য হবে ।
আল লু'লু ওয়াল মারজান : ১০৪০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৪০
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَضَى النَّبِيُّ، إِذَا تَشَاجَرُوا فِي الطَّرِيقِ، بِسَبْعَةِ أَذْرُعٍ
আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, (রাস্তার ব্যাপারে) জমি নিয়ে বিবাদ হলে, তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাস্তার জন্য সাত হাত জমি ছেড়ে দেয়ার ফয়সালা দেন। (বুখারী পর্ব ৪৬: /২৯, হা: ২৪৭৩; মুসলিম ২২/৩১, হাঃ ১৬১৩)