পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৪১
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৪১
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
যে ব্যক্তি হারাম পন্থায় (অন্যকে বিপদগ্রস্থ করে) সম্পদ অর্জন করল, আল্লাহ্ তাকে নরকে নিয়ে যাবেন।হাদীসটি সহীহ্ নয়।হাদীসটি কাযা‘ঈ “মুসনাদুশ শিহাব” গ্রন্থে (কাফ ২/৩৭) ও রামহুরমুযী “আল-আমসাল” গ্রন্থে (পৃঃ ১৬০) আম্র ইবনুল হুসাইন সূত্রে... বর্ণনা করেছেন।আমি (আলবানী) বলছিঃ এ সনদটি সাকেত [নিক্ষেপযোগ্য]। এ আম্র ইবনুল হুসাইন মিথ্যুক। পূর্বে তাঁর সম্পর্কে বহুবার আলোচনা করা হয়েছে। সাখাবী “আল-মাকাসিদ” গ্রন্থে (নং ১০৬১) বলেছেনঃআম্র মাতরূক। আবূ সালমা হচ্ছেন সুলায়মান ইবনু সালাম। তিনি ইয়াহইয়া ইবনু জাবের এর কাতিব [লেখক], তিনি সাহাবী নন।এছাড়া আবূ সালমা আল-হিমসী সম্পর্কে মানাবী বলেনঃ তিনি একজন মাজহূল [অপরিচিত] তাবে‘ঈ।