পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৪০
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৪০
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
তোমরা কদু (লাউ) অপরিহার্য করে নাও, কারণ তা অনুভূতি [জ্ঞান] বৃদ্ধি করে। তোমরা ডালকে অপরিহার্য করে নাও, কারণ তার পবিত্রতা বর্ণিত হয়েছে সত্তর জন নবীর ভাষায়।হাদীসটি জাল।হাদীসটি তাবারানী “মু‘জামুল কাবীর” গ্রন্থে (২২/৬২ নং১৫২) আম্র ইবনুল হুসাইন সূত্রে ইবনু ‘আলাসা হতে বর্ণনা করেছেন।সুয়ুতী “আল-লাআলী” গ্রন্থে (২/১৫১) বলেছেনঃ আম্র ও তার শাইখ তারা দু’জনেই মাতরূক।আমি (আলবানী) বলছিঃ তা সত্ত্বেও সুয়ুতী হাদীসটি “জামে‘উস সাগীর” গ্রন্থে উল্লেখ করেছেন !যারাকশী “আল-লাআলিল মানসূরা আহাদীসিল মাশহূরাহ” (১৪৩ নং) গ্রন্থে বলেনঃ ইবনুস সালাহ-র হাতের লিখায় পেয়েছি যে, এটি একটি বাতিল হাদীস।হাদীসটি ইবনুল জাওযী “মাওযূ‘আত” গ্রন্থে (২/২৯৪, ২৯৫) কয়েকটি সূত্রে উল্লেখ করেছেন এবং বানোয়াট হিসেবে হুকুম লাগিয়েছেন।সাগানী “আহাদীসুল মাওযূ‘আহ” গ্রন্থে (পৃঃ৯) ও ইবনুল কাইয়্যিম আল-জাওযিয়া “আল-মানার” গ্রন্থে (পৃঃ২০) হাদীসটি উল্লেখ করে বলেছেনঃ এটি সাদৃশ্যপূর্ণ সেই সব জালকারীদের সাথে যারা মান্না ওয়াস সালওয়ার উপর এটিকে পছন্দ করেছেন।‘আলী আল-কারী তার “মাওযূ‘আত” গ্রন্থে (পৃঃ ১০৭) এটিকে বানোয়াট হিসাবেই স্বীকার করেছেন।ইবনু তাইমিয়্যা “মাজমূ‘উ ফাতাওয়া” গ্রন্থে বলেছেনঃ হাদীসটি জ্ঞানীজনদের ঐক্যমতে মিথ্যা ও বানোয়াট।এ মিথ্যুক আম্রের আরো একটি হাদীসঃ (আরবী লিখা)