পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ১৬
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ১৬
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আমার উম্মতের দু’শ্রেণীর লোক যখন ঠিক হয়ে যাবে, তখন মানুষ ভাল হয়ে যাবে। নেতাগণ এবং ফাকীহ্গণ। (অন্য বর্ণনায় এসেছে ‘আলেমগন’)।হাদীসটি জাল।তাম্মাম “আল-ফাওয়াইদ” গ্রন্থে (১/২৩৮), আবূ নো’য়াইম “হিলিয়াহ” গ্রন্থে (৪/৯৬) এবং ইবনু আব্দিল বার “জামেউ’ বায়ানিল ইল্ম” গ্রন্থে (১/১৮৪) মুহাম্মাদ বিন যিয়াদ ইয়াশকুরী সূত্রে ... হাদীসটি বর্ণনা করেছেন।এ সনদটি বানোয়াট। এ মুহাম্মাদ ইবনু যিয়াদ সম্পর্কে ইমাম আহমাদ বলেনঃ তিনি মিথ্যুক, চোখ টেরা, হাদীস জালকারী।ইবনু মা’ঈন ও দারাকুতনী বলেনঃ তিনি মিথ্যুক।আবূ যুর’আহ ও অন্যরাও তাঁকে মিথ্যুক আখ্যা দিয়েছেন।সুয়ূতি হাদীসটি “জামে’উস সাগীর” গ্রন্থে তাঁর শর্তের বিরোধিতা করে উল্লেখ করেছেন! গাযালী “আল-ইহইয়া” গ্রন্থে (১/৬) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর হাদীস হিসাবে উল্লেখ করেছেন! তাঁর তাখরীজকারী হাফিজ ইরাকী বলেনঃ সনদটি দুর্বল।হাফিজ যে বলেছেন সনদটি দুর্বল আর আমরা বলেছি বানোয়াট তার মধ্যে কন দ্বন্দ্ব নেই। কারণ বানোয়াট হচ্ছে দুর্বল হাদীসের প্রকারগুলোর একটি। যেমনটি হাদীস শাস্ত্রের নীতির উপর রচিত গ্রন্থ সমূহে এসেছে।