পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ১৫
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ১৫
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
শাম দেশ আমার তীর রাখার স্থল। যে তার কোনরূপ অনিষ্ট করার ইচ্ছা করবে ,আমি তাকে সেখানকার তীর দ্বারা আঘাত করব।মারফূ' হিসাবে হাদীসটির কোন ভিত্তি নেই।সম্ভবত এটি ইসরাইলী বর্ণনার অন্তর্ভুক্ত। অর্থাৎ আহলে কিতাবদের বর্ণনাকৃত।এটি হাফিয আবুল হাসান রিব'ঈ ''ফাযায়েলুশ-শাম'' গ্রন্থে (পৃঃ৭) আউন ইবনু আব্দিল্লাহ ইবনে উতবা হতে বর্ণনা করেছেন। এটির সনদে বর্ণনাকারী মাস'উদী রয়েছেন। তার নাম আব্দুররহমান ইবনু আব্দিল্লাহ। তার মস্তিষ্ক বিকৃতি ঘটার কারণে তিনি দুর্বল। এছাড়া অন্য বর্ণনাকারীদের জীবনী কে উল্লেখ করেছেন পাচ্ছিনা।ইমাম সাখাবীও ''মাকাসিদুল হাসানা'' গ্রন্থে বলেছেনঃ মারফূ' হিসাবে হাদীসটির কোন ভিত্তি নেই।