পরিচ্ছেদ ১০.
ওয়ালা সূত্রে উত্তরাধিকারী
বুলুগুল মারাম : ৯৫৫
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৫৫
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ - رضي الله عنه - قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: «مَا أَحْرَزَ الْوَالِدُ أَوِ الْوَلَدُ فَهُوَ لِعَصَبَتِهِ مَنْ كَانَ» رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ ابْنُ الْمَدِينِيِّ وَابْنُ عَبْدِ الْبَرِّ
উমার বিন খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি, মৃতের পিতা ও পুত্র যা অধিকার করবে তা আসাবা সূত্রেই পাবে, সে যেই হোন না কেন ।–ইবনুল মাদানী ও ইবনু ‘আবদিল বার্ সহীহ্ বলেছেন । [১০৩০]
[১০৩০] আবূ দাউদ ২৯১৭, ইবনু মাজাহ ২৭৩২