পরিচ্ছেদ ০৪.
হজ্ব সম্পাদনকারীর পড়ে থাকা কোন বস্তু উঠানোর বিধান
বুলুগুল মারাম : ৯৪৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৪৩
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - نَهَى عَنْ لُقَطَةِ الْحَاجِّ. رَوَاهُ مُسْلِمٌ
আবদুর রহমান বিন ‘উসমান তাইমী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাজ্ব পালনকারীদের পড়ে থাকা কোন বস্তু উঠাতে নিষেধ করেছেন । [১০১৭]
[১০১৭] মুসলিম ১৭২৪, আবূ দাউদ ১৭১৯, আহমাদ ১৫৪৬।