পরিচ্ছেদ ০২.
কুড়িয়ে পাওয়া বস্তুর বিধানাবলী
বুলুগুল মারাম : ৯৪১
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৪১
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «مَنْ آوَى ضَالَّةً فَهُوَ ضَالٌّ، مَا لَمْ يُعَرِّفْهَا» رَوَاهُ مُسْلِمٌ
যায়দ বিন খালিদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি হারানো পশুকে আশ্রয় দেবে প্রচার না করা পর্যন্ত সে পথভ্রষ্ট (অন্যায়কারী) বলে গণ্য হবে । [১০১৫]
[১০১৫] মুসলিম ১৭২৫, আহমাদ ১৬৭৭ ।