পরিচ্ছেদ ০৭.
হাদিয়া (উপহার) দেয়া মুস্তাহাব এবং এর প্রভাব
বুলুগুল মারাম : ৯৩৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৩৬
وَعَنْ أَنَسٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «تَهَادُوْا، فَإِنَّ الْهَدِيَّةَ تَسُلُّ السَّخِيمَةَ» رَوَاهُ الْبَزَّارُ بِإِسْنَادٍ ضَعِيفٍ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- আপোষে উপঢৌকন দিতে থাকো, কেননা উপঢৌকন দ্বারা মনের হিংসা-বিদ্বেষজনিত গ্লানি দূর হয়ে যায় । - বাযযার দুর্বল সানাদে । [১০১০]
[১০১০] ইমাম সনআনী সুবুলুস সালাম ৩/১৪৫ গ্রন্থে বলেন, এর দুর্বলতা রয়েছে, এর যতগুলো সনদ আছে এর কোনটিই বিতর্কমুক্ত নয় । ইমাম হাইসামী মাজমাউয যাওয়ায়েদ ৪/ ১৪৯ গ্রন্থে বলেন, এর সনদে আয়িয বিন শুরাইহ নামক দুর্বল বর্ণনাকারী রয়েছে । শাইখ আলবানী ইরওয়াউল গালীল ৬/৪৫ গ্রন্থে বলেন, এর সনদে বকর বিন বাক্কার দুর্বল বর্ণনাকারী । তিনি যঈফুল জামে ২৪৯৩ গ্রন্থে ও একে দুর্বল বলেছেন । বাযযার ১৯৩৭ ।