পরিচ্ছেদ ০২.
চারণভূমি প্রসঙ্গে
বুলুগুল মারাম : ৯১৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৯১৯
وَلَهُ مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ مِثْلُهُ، وَهُوَ فِي «الموَطَّإِ» مُرْسَلٌ
ইবনু মাজাহয় আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
অনুরূপ হাদীস বর্ণিত রয়েছে । আর হাদীসটি মুওয়াত্তায় রয়েছে মুরসালরূপে । [৯৮৭]
[৯৮৭] বাইহাকী, সুনান আল কুবরা (৬/৬৯), ইমাম নববী আল আরবাউওনা (৩২) গ্রন্থে একে হাসান বলেছেন । ইমাম যাহাবী মীযানুল ই’তিদাল (২/৬৬৫) গ্রন্থে বলেন, এর সনদে আবদুল মালিক বিন মু’আয় আন নুসাইবী রয়েছে । আমি তাকে চিনি না । অনুরূপ হাদীস উম্মুল মু’মিনীন আয়িশাহ (রাঃ) থেকে, জাবির ইবনু আবদুল্লাহ থেকেও বর্ণিত হয়েছে ।