পরিচ্ছেদ ০৩.
শিঙ্গা লাগিয়ে মজুরী নেওয়ার বিধান
বুলুগুল মারাম : ৯১০
বুলুগুল মারামহাদিস নম্বর ৯১০
وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «كَسْبُ الْحَجَّامِ خَبِيثٌ» رَوَاهُ مُسْلِمٌ
রাফি’ বিন খাদীজ(রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সিঙ্গা লাগানর উপার্জন নোংরা বস্তু ।[৯৭৭]
[৯৭৭] মুসলিম ১৫৬৮, তিরমিযী ১২৭৫, নাসায়ী ৪২৯৪, আবূ দাঊদ ৩৪২১, আহমাদ ১৫৩৮৫, ১৫৪০০, দারেমী ২৬২১। মুসলিমের বর্ননায় সম্পুর্ন হাদিসটি হচ্ছেঃ কুকুরের মুল্য, ব্যভিচারিণীর মাহরানা এবং সিঙ্গা লাগানর উপার্জন নোংরা বস্তু ।