পরিচ্ছেদ ০৪.
অন্যের জমিতে খেজুর গাছ রোপন করা বিধান
বুলুগুল মারাম : ৮৯৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৯৮
وَآخِرُهُ عِنْدَ أَصْحَابِ السُّنَنِ مِنْ رِوَايَةِ عُرْوَةَ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، وَاخْتُلِفَ فِي وَصْلِهِ وَإِرْسَالِهِ، وَفِي تَعْيِين صَحَابِيِّهِ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আসহাবে সুনানে সা’ঈদ বিন যায়দ থেকে ‘উরওয়াহ কর্তৃক শেষাংশে বর্ণিত হয়েছে । এর মাউসূর ও মুরসাল (যুক্ত ও ছিন্ন সূত্র) এবং সাহাবী নির্দিষ্ট করার ব্যাপারে মতবিরোধ ঘটেছে ।হাদিসের মানঃ সহিহ হাদিস