পরিচ্ছেদ ০১.
সত্য কথা বলা আবশ্যক যদিও তা তিক্ত
বুলুগুল মারাম : ৮৮৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৮৮
عَنْ أَبِي ذَرٍّ - رضي الله عنه - قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «قُلِ الْحَقَّ، وَلَوْ كَانَ مُرًّا» (1) صَحَّحَهُ ابْنُ حِبَّانَ فِي حَدِيثٍ طَوِيلٍ
আবূ যার গিফারী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তুমি সত্য কথা বলবে যদিও তা তিক্ত (অপ্রিয়) হয়। ইবনু হিব্বান, তিনি দীর্ঘ একটি হাদীস বর্ণনা করে সহীহ্ বলেছেন । [৯৫৪]
[৯৫৪] সহীহ তারগীর ২৮৬৮, ইবনু হিব্বান ৩৬১, ৪৪৯। হাদিসটি শাহিদের ভিত্তিতে সহিহ, তাওযিহুল আহকাম ৪/৫৬৬ পৃঃ